
সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় নৃ-গোষ্ঠি সম্প্রদায়ের এক নারীকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ নাঈম (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। থানায় ওই নারীর দায়ের করা লিখিত অভিযোগের প্রেক্ষিতে ১৯ এপ্রিল রাতে ধর্ষককে গ্রেপ্তার করা হয়। ধর্ষণের শিকার নারী বিধবা এবং এক সন্তানের জননী।
গ্রেপ্তার নাঈম উপজেলার কাংশা ইউনিয়নের নওকুচি গ্রামের মৃত জহুরুল ইসলামের ছেলে। ২০ এপ্রিল দুপুরে ধর্ষককে আদালতে সোর্পদ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানার ওসি মোহাম্মদ ফায়েজুর রহমান।
অন্যদিকে দুপুরে এ খবর লেখার সময় কোর্ট পুলিশের ওসি মোহাম্মদ শহীদ বলেন, আসামি নাঈমকে নিয়ে পুলিশ সদস্যরা এখন পর্যন্ত আদালতে পৌঁছায়নি। তিনি জানান, বর্তমান নিয়মানুযায়ী কোর্ট আওয়ারের পরে ওই আসামিকে আনা হলে তাকে সরাসরি কারাগারে পাঠানো হবে। পরবর্তীতে ভার্চ্যুয়াল আদালতের মাধ্যমে মামলার শুনানী অনুষ্ঠিত হবে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৫ এপ্রিল রাত ১১টার সময় নাঈম নওকুচি গ্রামের নৃ-গোষ্ঠি সম্প্রদায়ের ওই বিধবা নারীর বাড়িতে প্রবেশ করে। এসময় বাড়ি ফাঁকা থাকার সুযোগে ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ধর্ষণের ঘটনা প্রকাশ করা হলে খুন করার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে নাঈম।
এক পর্যায়ে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে তা স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা তদবির চলাতে থাকে ধর্ষক। এরই ধারাবাহিকতায় ১৯ এপ্রিল রাতে স্থানীয় ইউপি সদস্য আব্দুর রশিদের নেতৃত্বে ধর্ষণের ঘটনাটি আপোস-মিমাংসার প্রস্তুতি নেয়া হয়। এ সময় পুলিশ সেখানে হানা দেয়। এদিন ঝিনাইগাতী থানার ওসি মোহাম্মদ ফায়েজুর রহমানের নেতৃত্বে এসআই সাজেদুল ইসলাম, কলিম উদ্দিনসহ সঙ্গীয় পুলিশ বাহিনীর সদস্যরা ধর্ষক নাঈমকে গ্রেপ্তার করে।