
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি প্রয়াত বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ চেয়ারম্যানের ১৪তম মৃত্যুবার্ষিকী নানা আয়োজনে পালিত হয়েছে। ১১ মার্চ সকালে প্রয়াত আব্দুল মজিদ চেয়ারম্যানের বাড়িতে স্মরণ সভার আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ।
এর আগে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান। ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান তথ্য প্রতিমন্ত্রীর পক্ষে দলীয় নেতাকর্মীরা।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশার সভাপতিত্বে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ চেয়ারম্যানোর বিভিন্ন দিক স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন পাঠান, পৌরসভার মেয়র মনির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা এম এ লতিফ, মোস্তাফিজুর রহমান শাহাজাদা, যুগ্মসম্পাদক এম এ গণি, পৌর আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন, মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লুলু, প্রয়াত মজিদ চেয়ারম্যানের ছেলে সরিষাবাড়ী কলেজের অধ্যক্ষ ছরোয়ার জাহান, জহুরুল ইসলাম মানিক প্রমুখ।
পরে মরহুমের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা বাবলু মিয়া।