
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সরিষাবাড়ী থানা পুলিশের আয়োজনে ৭ মার্চ দুপুরে আনন্দ শোভাযাত্রা বের হয়ে পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানা চত্বরে আলোচনা সভায় গিয়ে মিলিত হয়।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মো.ফজলুল করীমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমদ, পৌর মেয়র মনির উদ্দিন, মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মন্জুরুল ইসলাম বিদ্যুৎ।
উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল ইসলাম, পৌর কাউন্সিলর আব্দুল হক তরফদার, সাখাওয়াতুল আলম মুকুলসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ।