
নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পপুলার নতুন মোড় এলাকা থেকে ১০ লিটার চোলাই মদসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪। ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় এ অভিযান চালানো হয়।
আটক মাদক ব্যবসায়ী হলেন সুমন সাহা ওরফে সুমন বাসফোর (২৪)। তিনি সরিষাবাড়ী উপজেলার আরামনগর এলাকার মৃত গনেশ সাহা ওরফে বর্নাশ্রী বাসফোরের ছেলে।

জানা গেছে, র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার সমীর সরকারের নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যা সাতটার দিকে সরিষাবাড়ী উপজেলার পপুলার নতুন মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ওই এলাকার জনৈক মো. ফারুক হোসেনের চা-খানার পূর্বপাশে পাঁকা রাস্তা থেকে মাদক ব্যবসায়ী সুমন সাহা ওরফে সুমন বাসফোরকে আটক করা হয়। তার কাছ থেকে ১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।
র্যাবের জামালপুর ক্যাম্পের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।