
নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম
জামালপুরে থিয়েটার অঙ্গনের প্রযোজনায় নাটক ‘একটি তুলশীগাছের কাহিনী’ মঞ্চায়িত হয়েছে। ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নাটকটি মঞ্চস্থ হয়।
নাটকটির নির্দেশক সাদিয়া তাবাসসুম বৃষ্টি জানান, ১৯৪৭ সালে দেশ ভাগের পটভূমিতে সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত ‘একটি তুলশী গাছের কাহিনী’ অবলম্বনে নাটকটি মঞ্চায়ন করা হয়। নাটকটিতে অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে বিভিন্ন চরিত্রের রূপ দেওয়া হয়েছে। সাম্প্রদায়িক শক্তি যেহেতু সমাজে বিভেদ সৃষ্টি করে, তাই অসাম্প্রদায়িক সমাজই পারে মানুষে মানুষে সাম্য রচনা করতে।

নাটকের সফল মঞ্চায়ন শেষে থিয়েটার অঙ্গনের অধিকারী শাহিন রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সরকারি আশেক মাহমুদ কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল হাই আল হাদী, সহযোগী অধ্যাপক স্বরূপ কাহালী, থিয়েটার অঙ্গনের মুখ্য সংগঠক ফাহিম মালেক ইভান প্রমুখ।
থিয়েটার অঙ্গনের কর্মশালা ভিত্তিক প্রযোজনায় এই নাটকটিতে অভিনয় করেছেন শাকিল, নাঈম, সঞ্জয়, রাহি, উপমা, নিধি ও বৃষ্টি।