
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় কোভিড-১৯ এর টিকা নিতে স্থানীয় জনগোষ্ঠিকে উৎসাহিত করতে সচেতনতা র্যালি অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে ১৬ ফেব্রুয়ারি বেলা ১১টায় উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের করা হয়।
র্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নিবাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা।
এ সময় র্যালিতে উপজেলা মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম রিয়েল, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. মিজানুর রহমান, প্রশিক্ষিকা রুবেদা বেগম, উপজেলা আইসিটি কর্মকর্তা আবদুর রহমানসহ আনসার ও ভিডিপির বিভিন্ন ইউনিটের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।