
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের বকশীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ৭ জুয়ারিকে গ্রেপ্তার করেছে।
জামালপুর জেলা পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেনের সার্বিক নির্দেশনায় ২ ফেব্রুয়ারি রাতে বগারচর ইউনিয়নের ঘাসিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট জানান, গ্রেপ্তারকৃতদের ৩ ফেব্রুয়ারি দুপুরে জামালপুর আদালতে সোপর্দ করা হয়েছে।