ঢাকা ১০:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংস্কার না করে কোনো নির্বাচনে ভালো ফল পাওয়া যাবে না: তোফায়েল আহমেদ একনেকে ১৩ হাজার ৫২৫ কোটি টাকা ব্যয়ে বে টার্মিনাল নির্মাণ প্রকল্প অনুমোদন এই মুহূর্তে রাজনৈতিক ঐক্য জরুরি : মির্জা ফখরুল ন্যাশনাল রিপাবলিকান পার্টি সহ অর্ধশতাধিক রাজনৈতিক দলের আবেদন কমিশনে মাদারগঞ্জে ১২৮ জনকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দিলো মোজাম্মেল মমতাজ ফাউন্ডেশন জামালপুর রেলওয়ে পুলিশের অভিযানে ৫৮টি টিকিটসহ দুই টিকিট কালোবাজারি গ্রেপ্তার জামালপুরে বৈশাখী লোকনাট্য উৎসব শুরু : ধুয়া গানের আসরে মুগ্ধ দর্শক শ্রোতা গণঅধিকার পরিষদ বকশীগঞ্জ শাখার আহ্বায়ক কমিটি প্রকাশ রোবডোজার গাজা যুদ্ধে ইসরাইলের নতুন যুদ্ধ যন্ত্র ট্রাম্পের আমলে অতি ধনী ও টেক জায়ান্টদের ওপর কর আরোপ থেমে গেছে

স্বপ্ন শতনীড়ের স্থান পরিবর্তনের দাবিতে বিনন্দেরপাড়ায় সড়ক অবরোধ

বিনন্দেরপাড়ায় ‘স্বপ্ন শতনীড়’ প্রকল্পের নির্ধারিত স্থান। স্থান পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ করে স্থানীয়রা। ছবি : বাংলারচিঠিডটকম

বিনন্দেরপাড়ায় ‘স্বপ্ন শতনীড়’ প্রকল্পের নির্ধারিত স্থান। স্থান পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ করে স্থানীয়রা। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুর সদরে সরকারি খাস জমিতে তৃতীয় লিঙ্গ (হিজড়া) সম্প্রদায়ের পুনর্বাসন প্রকল্প ‘স্বপ্ন শতনীড়’ এর স্থান পরিবর্তনের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। ২ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে জামালপুর-ঢাকা মহাসড়কের বিনন্দেরপাড়া মোড়ে কেন্দুয়া ইউনিয়নবাসীর ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

প্রায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে বক্তব্য রাখেন দাবি আদায় কমিটির আহ্বায়ক আলাল মন্ডল, উপদেষ্টা ও কেন্দুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জালাল মন্ডল, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান মিয়া, ইউপি সদস্য আমিনুল ইসলাম স্বপন, বিনন্দেরপাড়া মোড় ব্যবসায়ী সমিতির সভাপতি সোজায়েত আলী সোজা, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক তোতা, সাংবাদিক নিপুন জাকারিয়া ও রাহাদ মোল্লা প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, তৃতীয় লিঙ্গের সম্প্রদায়ের যারা, তারাও মানুষ, তবে বিনন্দেরপাড়ায় কারিগরি প্রশিক্ষণকেন্দ্রসহ দুটি শিক্ষা প্রতিষ্ঠান, কোজগড় ও বিনন্দেরপাড়া ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় তৃতীয় লিঙ্গের সম্প্রদায়ের পুনর্বাসন প্রকল্পের স্থান হতে পারে না। জায়গাটি জামালপুর-ঢাকা মহাসড়কের পাশে একটি বাণিজ্যিক এলাকায় পড়েছে। বক্তারা প্রস্তাবিত এই প্রকল্পটি অন্য কোথাও সুবিধাজনক স্থানে সরিয়ে নেওয়ার জন্য জেলা প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

কেন্দুয়া ইউনিয়নের সহস্রাধিক বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ বিনন্দেরপাড়া মোড়ের শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে সকল ব্যবসায়ী ও দোকান কর্মচারীরা এই মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন শেষে তারা জামালপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে প্রস্তাবিত প্রকল্পটি অন্য স্থানে সরিয়ে নেওয়ার দাবি জানান। এ সময় দুই দিকে বিপুল সংখ্যক যানবাহন আটকা পড়ে।

এদিকে জামালপুর সদরের এসিল্যান্ড মাহমুদা বেগম এ প্রতিবেদককে বলেন, মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশের গৃহহীন ও ভূমিহীন তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের মানুষদের পুনর্বাসনের বিশেষ উদ্যোগ নিয়েছেন। এরই অংশ হিসেবে জেলা প্রশাসন জামালপুর সদরের বিনন্দেরপাড়া এলাকায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের পাশেই জামালপুর সদর উপজেলার তৃতীয় লিঙ্গের ১০০ জন সদস্যকে পুনর্বাসনের জন্য প্রাথমিকভাবে ২ একর সরকারি খাস জমিতে ‘স্বপ্ন শতনীড়’ নামে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। তাদের প্রত্যেককে একটি করে আধাপাকা ঘর দেওয়া হবে। পরবর্তীতে এই প্রকল্পের সাথেই আরো দুই একর সরকারি খাস জমিতে তাদের জন্য আয়বর্ধনমূলক প্রশিক্ষণ কেন্দ্রসহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তাদের প্রত্যেককে জীবিকার পথ করে দেওয়া হবে। এতে করে তারা সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে এসে সমাজের আর বোঝা হয়ে থাকবে না। সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ও নির্দেশনায় হতে যাওয়া এই প্রকল্পটি বাস্তবায়নে স্থানীয় এলাকাবাসীর সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

আপলোডকারীর তথ্য

সংস্কার না করে কোনো নির্বাচনে ভালো ফল পাওয়া যাবে না: তোফায়েল আহমেদ

স্বপ্ন শতনীড়ের স্থান পরিবর্তনের দাবিতে বিনন্দেরপাড়ায় সড়ক অবরোধ

আপডেট সময় ১১:০১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১
বিনন্দেরপাড়ায় ‘স্বপ্ন শতনীড়’ প্রকল্পের নির্ধারিত স্থান। স্থান পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ করে স্থানীয়রা। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুর সদরে সরকারি খাস জমিতে তৃতীয় লিঙ্গ (হিজড়া) সম্প্রদায়ের পুনর্বাসন প্রকল্প ‘স্বপ্ন শতনীড়’ এর স্থান পরিবর্তনের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। ২ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে জামালপুর-ঢাকা মহাসড়কের বিনন্দেরপাড়া মোড়ে কেন্দুয়া ইউনিয়নবাসীর ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

প্রায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে বক্তব্য রাখেন দাবি আদায় কমিটির আহ্বায়ক আলাল মন্ডল, উপদেষ্টা ও কেন্দুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জালাল মন্ডল, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান মিয়া, ইউপি সদস্য আমিনুল ইসলাম স্বপন, বিনন্দেরপাড়া মোড় ব্যবসায়ী সমিতির সভাপতি সোজায়েত আলী সোজা, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক তোতা, সাংবাদিক নিপুন জাকারিয়া ও রাহাদ মোল্লা প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, তৃতীয় লিঙ্গের সম্প্রদায়ের যারা, তারাও মানুষ, তবে বিনন্দেরপাড়ায় কারিগরি প্রশিক্ষণকেন্দ্রসহ দুটি শিক্ষা প্রতিষ্ঠান, কোজগড় ও বিনন্দেরপাড়া ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় তৃতীয় লিঙ্গের সম্প্রদায়ের পুনর্বাসন প্রকল্পের স্থান হতে পারে না। জায়গাটি জামালপুর-ঢাকা মহাসড়কের পাশে একটি বাণিজ্যিক এলাকায় পড়েছে। বক্তারা প্রস্তাবিত এই প্রকল্পটি অন্য কোথাও সুবিধাজনক স্থানে সরিয়ে নেওয়ার জন্য জেলা প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

কেন্দুয়া ইউনিয়নের সহস্রাধিক বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ বিনন্দেরপাড়া মোড়ের শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে সকল ব্যবসায়ী ও দোকান কর্মচারীরা এই মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন শেষে তারা জামালপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে প্রস্তাবিত প্রকল্পটি অন্য স্থানে সরিয়ে নেওয়ার দাবি জানান। এ সময় দুই দিকে বিপুল সংখ্যক যানবাহন আটকা পড়ে।

এদিকে জামালপুর সদরের এসিল্যান্ড মাহমুদা বেগম এ প্রতিবেদককে বলেন, মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশের গৃহহীন ও ভূমিহীন তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের মানুষদের পুনর্বাসনের বিশেষ উদ্যোগ নিয়েছেন। এরই অংশ হিসেবে জেলা প্রশাসন জামালপুর সদরের বিনন্দেরপাড়া এলাকায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের পাশেই জামালপুর সদর উপজেলার তৃতীয় লিঙ্গের ১০০ জন সদস্যকে পুনর্বাসনের জন্য প্রাথমিকভাবে ২ একর সরকারি খাস জমিতে ‘স্বপ্ন শতনীড়’ নামে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। তাদের প্রত্যেককে একটি করে আধাপাকা ঘর দেওয়া হবে। পরবর্তীতে এই প্রকল্পের সাথেই আরো দুই একর সরকারি খাস জমিতে তাদের জন্য আয়বর্ধনমূলক প্রশিক্ষণ কেন্দ্রসহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তাদের প্রত্যেককে জীবিকার পথ করে দেওয়া হবে। এতে করে তারা সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে এসে সমাজের আর বোঝা হয়ে থাকবে না। সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ও নির্দেশনায় হতে যাওয়া এই প্রকল্পটি বাস্তবায়নে স্থানীয় এলাকাবাসীর সকলের সহযোগিতা কামনা করেন তিনি।