
নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম
জামালপুরের মেলান্দহ উপজেলার ডেফলা ব্রীজ সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনজন মাদকাসক্তকে জরিমানা করেছে র্যাব-১৪। ৩১ জানুয়ারি রাতে এ অভিযান চালানো হয়।
জরিমানায় দণ্ডপ্রাপ্তরা হলেন- মেলান্দহ উপজেলার দিঘলবাড়ি গ্রামের মো. মাজেদুল ইসলাম মামুন (২২), মো. আকাশ (১৯) ও রাজিব মন্ডল (১৭)।
জানা গেছে, র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার নেতৃত্বে মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মো. তামিম আল ইয়ামিনের উপস্থিতিতে ৩১ জানুয়ারি রাত সাড়ে নয়টার দিকে উপজেলার ডেফলা ব্রীজ সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এসময় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ এর ৪২ (২) ধারা অমান্য করার অপরাধে তিনজন মাদকাসক্তকে আটক করে জরিমানা করা হয়। তাদের মধ্যে মো. মাজেদুল ইসলাম মামুনকে ৪ হাজার টাকা, মো. আকাশকে ৩ হাজার টাকা ও রাজিব মন্ডলকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
র্যাবের জামালপুর ক্যাম্পের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।