পুতিনকে ফোন, নাভালনির মুক্তি দাবি বাইডেনের
বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরে এই প্রথম জো বাইডেন ফোনে কথা বললেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে। জানিয়ে দিলেন বিরোধী নেতা নাভালনিকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে, তা তিনি সমর্থন করেন না। জি সেভেনের বাকি সমস্ত দেশই নাভালনির ঘটনায় রাশিয়ার নিন্দা করেছে। বাইডেন শেষ ব্যক্তি যিনি এ কাজ করলেন। খবর ডয়চে ভেলের।
দিন কয়েক আগেই হোয়াইট হাউসের নবনিযুক্ত প্রেস সেক্রেটারি জানিয়েছিলেন, নাভালনির বিষয়ে বাইডেন অত্যন্ত চিন্তিত এবং তার মুক্তির জন্য সবরকম আলোচনার পথ খোলা রাখবে অ্যামেরিকা।
২৬ জানুয়ারি তিনি জানান, বাইডেনের সাথে পুতিনের প্রথম ফোন কলেই বাইডেন রাশিয়ার প্রেসিডেন্টকে তার অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। এর আগে জার্মানি এবং ফ্রান্সও নাভালনির গ্রেফতার নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছিল। নাভালনিকে দ্রুত ছাড়ার জন্য রাশিয়ার ওপর চাপও তৈরি করেছে জার্মানি।
১৭ জানুয়ারি জার্মানি থেকে রাশিয়ায় ফিরলে বিমানবন্দরেই গ্রেপ্তার হন রাশিয়ার বিরোধী নেতা আলেক্সি নাভালনি। ওই সময় সমর্থকদের উদ্দেশে বিক্ষোভের ডাক দেন তিনি।
দীর্ঘ দিন ধরেই রাশিয়ায় পুতিনবিরোধী আন্দোলনের অন্যতম মুখ নাভালনি। গত অগাস্টে তাকে বিষ দিয়ে হত্যা করার চেষ্টা করা হয়। অভিযোগ, সরকার এবং প্রশাসনই এ কাজ করার চেষ্টা করেছিল। নাভালনিকে এরপর নিয়ে যাওয়া হয় জার্মানি। সেখানে দীর্ঘ দিন ধরে তার চিকিৎসা চলে। একসময় নাভালনি কোমাতেও চলে গেছিলেন। জার্মানিতে চিকিৎসা চলাকালীনই স্পষ্ট হয়, তাকে বিষ দিয়ে মারার চেষ্টা হয়েছিল।
জার্মানি ওই ঘটনায় সরাসরি পুতিনকে দায়ী করে এবং তার জবাবদিহি চায়। চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল নিজে এ বিষয়ে একাধিকবার মন্তব্য করেছেন। কিছু দিন আগে মার্কেল জানিয়েছিলেন, নাভালনিকে নিঃশর্তে মুক্তি না দিলে রাশিয়ার বিরুদ্ধে একাধিক নিষেধাজ্ঞা জারি করা হবে। নাভালনির পাশাপাশি একাধিক আন্দোলনকারীকেও মুক্তি দেয়ার আবেদন জানিয়েছিলেন মার্কেল।
ইউরোপীয় ইউনিয়নও নাভালনির মুক্তির দাবি করেছে। কিন্তু পুতিন এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেননি। রাশিয়ার বিমানবন্দর থেকে নাভালনিকে গ্রেপ্তার করার পরে থানাতেই তার বিচারসভা বসানো হয়। আপাতত ৩০ দিনের জেল হেফাজতে আছেন তিনি। ফেব্রুয়ারিতে পরের শুনানি।
বিশেষজ্ঞদের বক্তব্য, তার বিরুদ্ধে যা অভিযোগ, তাতে তিন বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে তার। তবে নাভালনির গ্রেফতারের পর থেকে উত্তাপ ছড়িয়েছে রাশিয়ায়। প্রায় সমস্ত প্রদেশে বিক্ষোভ হচ্ছে। রাশিয়ায় প্রতিদিন আন্দোলনকারীরা পুতিনবিরোধী পোস্টার নিয়ে রাস্তায় নামছেন। হাজার হাজার বিক্ষোভকারীরা গ্রেপ্তার করা হচ্ছে।
২৬ জানুয়ারি মার্কেলের মতো বাইডেনও নাভালনি এবং বিক্ষোভকারীদের মুক্তির দাবি করেছেন। নাভালনিকে না ছাড়লে অ্যামেরিকার সাথে রাশিয়ার সম্পর্কও যে তিক্ত হতে পারে ওই ইঙ্গিত প্রথম ফোন কলেই দিয়ে রেখেছেন বাইডেন।
সর্বশেষ
- ঘনিষ্ঠ সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ-যুক্তরাষ্ট্র
- দলের ভাবমূর্তি বিনষ্টকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে : ওবায়দুল কাদের
- টিকা নিলেন শেখ রেহানা
- বিএনপির প্রার্থীর মিথ্যাচারের প্রতিবাদে জামালপুর জেলা আওয়ামী লীগের সাংবাদিক সম্মেলন
- জামালপুরে গ্রাম আদালতে সাড়ে ৫ কোটি টাকার ক্ষতিপূরণ আদায়
- আল্লাহ যেমন গজব দেন, তেমনি সুরক্ষার ব্যবস্থাও তিনি করেন : মতিয়া চৌধুরী
- থিয়েটার অঙ্গনের নাটক ‘একটি তুলশীগাছের কাহিনী’ এর সফল মঞ্চায়ন
- সরিষাবাড়ীতে চোলাই মদসহ আটক ১
- মেলান্দহের ইত্তেফাকের সংবাদদাতাসহ মুক্তিযোদ্ধাকে শান্তি পুরস্কার প্রদান
- ইসলামপুরে নৌকার প্রচারণায় কেন্দ্রীয় কৃষকলীগ
- নিখোঁজ সরিষাবাড়ীর স্কুলছাত্রীকে পাওয়া গেল নরসিংদীতে
- দেশকে ২০৪১ সালের আগে উন্নত ও সমৃদ্ধ করে গড়ে তুলবো, ইনশাআল্লাহ : প্রধানমন্ত্রী
- বঙ্গবন্ধুর সততা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে : ওবায়দুল কাদের
- দেশে করোনায় আক্রান্ত আরও ১৮ জনের মৃত্যু
- বিএনপির নেতারাও এখন করোনা টিকা নিচ্ছেন : মতিয়া