
এম. এফ. মাকাম, নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম
জামালপুরে করোনাকালীন দুর্যোগ মোকাবিলায় তৃতীয় লিঙ্গের ৮০ জন হিজড়াদের মাঝে খাদ্য সামগ্রী, হ্যান্ড স্যানিটাইজার ও মাক্স বিতরণ করা হয় হয়েছে।
২৫ জানুয়ারি সকালে শহরের ভোকেশনাল মোড়ে জার্মান ডক্টরস এর সহযোগিতায় বন্ধু ওয়েল ফেয়ার কার্যালয়ে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও সহায়তার সামগ্রী বিতরণ করেন সিভিল সার্জন চিকিৎসক প্রণয় কান্তি দাস। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বন্ধু সোসাল ওয়েল ফেয়ার ডিআইসি ময়মনসিংহের ব্যবস্থাপক আব্দুল আল আশিক, জামালপুর ব্যবস্থাপক বেলাল হোসেন, চিকিৎসা সহকারী আহসান হাবিব, জাতীয় জয়িতা আরিফা ইয়াসমিন ময়ুরী, হিজড়া গুরু শেরপুর নিশি, হিজড়া গুরু দেলু, সমাজসেবক সৈয়দ আব্দুল্লাহ আল মাহমুদ প্রমুখ।
এ সময় বক্তারা করোনাকালে হিজড়াদের মানবিক সহায়তা দেওয়ার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহŸান জানান।
প্রত্যেক হিজড়া সদস্যকে ১২ কেজি করে চাল, ২ কেজি তেল, ৩ কেজি আলু, ২ কেজি লবণ, ২ কেজি ডাল, একটি হ্যান্ড স্যানিটাইজার ও ৩টি করে মাক্স বিতরণ করা হয়।