দেওয়ানগঞ্জে সাজাপ্রাপ্ত আসামিসহ দুজন গ্রেপ্তার

বোরহানউদ্দিন, সানন্দবাড়ী (দেওয়ানগঞ্জ) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের উত্তর মকিরচর গ্রামের একজন সাজাপ্রাপ্ত ও আরেকজন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ। ২০ জানুয়ারি সকালে ওই গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন- যৌতুক নিরোধ আইনে সাজাপ্রাপ্ত মো. শাহ আলম (৩৮); তিনি ওই গ্রামের মো. আবুসামার ছেলে এবং নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ভুক্ত মো. হিরন মিয়া (১৮); তিনি ওই গ্রামের মো. শাহাদৎ হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. জোয়াহের হোসেন খানের নেতৃত্বে এসআই আফতাব উদ্দিন, এএসআই সেলিম, এএসআই সোহেল রানা ও তাদের সাথের পুলিশ সদস্যরাসহ ২০ জানুয়ারি সকালে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে উত্তর মকিরচর গ্রামের ওই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

পরে তাদের দুজনকে জামালপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

sarkar furniture Ad
Green House Ad