
বোরহানউদ্দিন, সানন্দবাড়ী (দেওয়ানগঞ্জ) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ ১০০টি ইয়াবা বড়িসহ দুজনকে গ্রেপ্তার করেছে। ১৮ জানুয়ারি রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন- দেওয়ানগঞ্জ উপজেলার পশ্চিম কামারের চর গ্রামের মো. আব্দুস সামাদের ছেলে মো. সাখাওয়াত হোসেন দয়াল (৩৫) ও বয়রাপাড়া গ্রামের মৃত আসরাফ আলীর ছেলে মো. মিস্টার মিলন (৩৬)।
পুলিশ সূত্রে জানা গেছে, সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. জায়াহের হোসেন খানের নেতৃত্বে এসআই আফতাব হোসেন ও তার সাথের পুলিশ সদস্যরা ১৮ জানুয়ারি রাতে অভিযান চালান। এসময় ১০০টি ইয়াবাসহ মো. সাখাওয়াত হোসেন দয়াল ও মো. মিস্টার মিলনকে গ্রেপ্তার করা হয়।
তাদের বিরুদ্ধে দেওয়ানগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জামালপুর আদালতে সোপর্দ করা হয়েছে।