
নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম
শেরপুর সদর উপজেলার শিমুলতলী এলাকায় অভিযান চালিয়ে ৪০০ কেজি অবৈধ পলিথিন জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব-১৪ জামালপুর ক্যাম্পের ভ্রাম্যমাণ আদালত। পলিথিন বাজারজাত করার অপরাধে একজন ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মোহাম্মদ ফিরোজ আল মামুন।
৩ জানুয়ারি র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, র্যাবের জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার নেতৃত্বে ও শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মোহাম্মদ ফিরোজ আল মামুনের উপস্থিতিতে ৩ জানুয়ারি বেলা ১১টার দিকে শিমুলতলী (ধানুপাড়া) এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এ সময় ওই এলাকা থেকে ৪০০ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়। পলিথিন বাজারজাত করার অপরাধে ব্যবসায়ী মো. এরশাদ আলীকে (২৪) ১৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম। মো. এরশাদ আলী শেরপুর সদর উপজেলার টানপাড়া গ্রামের আহের মাহমুদের ছেলে। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ সংশোধনী/২০১০ এর ৬ (ক) ধারার অপরাধে ১৫ (১) ধারার টেবিল এর ৪ (ক) অনুযায়ি তাকে এ সাজা দেওয়া হয়।
ওই ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ শেরপুর সদর এলাকায় অবৈধ পলিথিনের ব্যবসা করে আসছিল। এই সমস্ত অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।