
লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর থেকে
বাংলারচিঠিডটকম
ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি বলেছেন, স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাকে পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে।
১ জানুয়ারি জামালপুরের ইসলামপুর পৌরসভা মাঠে পৌর এলাকার পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প কাজের অফিস ও ভিত্তিপ্রস্তর স্থাপন এবং গোয়ালেরচর ইউনিয়নের তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ধর্ম প্রতিমন্ত্রী আরও বলেন, কোনটাকে পিছিয়ে রেখে কোনদিন বাংলাদেশ সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে না। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে গেলে, মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেক অংকে যেমন ধরেন, বেঁদে বলেন, জেলে বলেন, তাঁতী বলেন, কামার বলেন, কুমার বলেন, ভিক্ষুক বলেন, তাদের ব্যাপারে কিন্তু সরকার ব্যবস্থা নিয়েছেন। অতীতে বাকি যেগুলো আছে সেগুলোর ব্যাপারেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সজাগ। পর্যায়ক্রমে সেগুলোর ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামান আব্দুন নাসের বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মাজহারুল ইসলাম, উপাধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, পৌর মেয়র আব্দুল কাদের, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস ছালামসহ অন্যান্য নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
পরে গোয়ালেরচর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে মহলগিরি বাজারে মাদরাসা মাঠে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী।