নিজস্ব প্রতিবেদক,
বাংলারচিঠিডটকম
জামালপুরে নবগঠিত সমাজ উন্নয়ন ও মানবিক সংগঠন নিহীত এর উদ্যোগে ১ জানুয়ারি দরিদ্র ও মেধাবী শিশু শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করা হয়েছে।
নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামী লীগের যুব বিষয়ক সম্পাদক নাঈম রহমান।
নিহীত এর সহসভাপতি জয়ন্ত কুমার দেব জয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন বাংলারচিঠি ডটকম এর সম্পাদক মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম, জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষক শুভ্রা সরকার, রওশন আরা, এফপিএবি এর প্রতিনিধি ফয়সাল, নিহীত এর সদস্য রাজিব দেব, কালিপদ সরকার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন নিহীত এর সাধারণ সম্পাদক অমর্ত্য দেব।
প্রথম পর্যায়ে ৩০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
সংগঠন সূত্র জানায়, ইতিমধ্যে তারা কোভিড-১৯ মোকাবেলায় মাস্ক বিতরণ, দরিদ্রদের মাঝে খাদ্য বিতরণসহ নানাবিদ মানবিক কাজে অংশ নিয়েছে। শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হবে বলেও তারা জানায়।