
নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম
জামালপুর সদর উপজেলার বেলটিয়া এলাকা থেকে অপহরণ মামলার একজন আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব-১৪ এর সিপিসি-১, জামালপুর ক্যাম্পের সদস্যরা ২৮ ডিসেম্বর রাতে বিশেষ অভিযান চালিয়ে বেলটিয়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তার আসামির নাম মো. রনি মিয়া (৩২)। তিনি শেরপুর সদর উপজেলার চর জঙ্গলদী গ্রামের এছাহাক আলীর ছেলে।
জানা গেছে, র্যাবের জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার নেতৃত্বে একটি আভিযানিক দল ২৮ ডিসেম্বর রাত সাড়ে আটটার দিকে বেলটিয়া বাজার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় বেলটিয়া বাজার থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শেরপুর সদর থানায় করা মামলার আসামি মো. রনি মিয়াকে গ্রেপ্তার করা হয়।
আসামিকে আইনগত ব্যবস্থাগ্রহণের জন্য শেরপুর সদর থানায় পাঠানো হয়েছে।
র্যাবের জামালপুর ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।