
লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে জামালপুরের ইসলামপুর উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২৯ ডিসেম্বর উপজেলা পরিষদ চত্বরে পরিষদের ইসলামপুর উপজেলা শাখার আয়োজনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনটির সভাপতি তারেক হোসেন, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান, সদস্য আলেকউদ্দিনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
পরে বেতন গ্রেড ১১তম, পদের নাম পরিবর্তন, চাকরিবিধি ২০১২ দ্রুত বাস্তবায়ন, অভিজ্ঞতার ভিত্তিতে উচ্চতর পদে পদোন্নতি ও সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণসহ ৫ দফা দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।