
নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম
জামালপুরে সরিষাবাড়ী উপজেলায় ১০৩টি ইয়াবা বড়িসহ মো. বিপুল মিয়া (২২) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। র্যাব-১৪ এর সিপিসি-১, জামালপুর ক্যাম্পের সদস্যরা ২৬ ডিসেম্বর বিকেলে অভিযান চালিয়ে উপজেলার শ্যামেরপাড়া এলাকা থেকে তাকে আটক করেন।
আটক মাদক ব্যবসায়ী সরিষাবাড়ী উপজেলার শিবপুর গ্রামের মো. মোঘল মিয়ার ছেলে।
জানা গেছে, র্যাবের জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার নেতৃত্বে একটি আভিযানিক দল ২৬ ডিসেম্বর বিকেল চারটার দিকে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার শ্যামেরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে শ্যামেরপাড়া গ্রামস্থ (সানাকুর বাজার-বনগ্রাম বাজারগামী সড়ক) সোসাল ডেভলপমেন্ট ফাউন্ডেশনের সামনে রাস্তা থেকে মাদক ব্যবসায়ী মো. বিপুল মিয়াকে আটক করা হয়। তার কাছ থেকে ১০৩টি ইয়াবা বড়ি ও একটি মোবাইল সেট উদ্ধার করা হয়।
বিপুল মিয়ার বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।
র্যাবের জামালপুর ক্যাম্পের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।