বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় মানসিক প্রতিবন্ধী এক নারী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে ২১ ডিসেম্বর বিকাল ৩টায় দেওয়ানগঞ্জ-পোল্যাকান্দি সড়কে খাইরুল মেম্বারের বাড়ি সংলগ্ন রাস্তায়।
কাউন্সিলর নূরে আলম সিদ্দকী জুয়েল জানান, পৌর এলাকার দক্ষিণ চিকাজানী গ্রামের জবর উদ্দিনের মানসিক প্রতিবন্ধী মেয়ে মছিরন বেগম (৪৮) রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ইট বুঝাই একটি ভটভটির চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর জানান, বিষয়টি শুনেছেন, কোন অভিযোগ পাননি।