
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
‘নদী ভাঙলে জমি খাস’ এ আইন বাতিলের দাবিতে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মানববন্ধন ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। ১৮ ডিসেম্বর দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া ব্রীজ পাড় এলাকায় বাংলাদেশ কৃষক সমিতি ও ‘নদী ভাঙলে জমি খাস’ আইন বাতিল সংগ্রাম কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
জামালপুরের সরিষাবাড়ী উপজেলা ও সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার আবাদি জমি, ভিটা বাড়িসহ সর্বস্ব নদীর গর্ভে বিলীন হওয়া চরাঞ্চলের মানুষ এতে অংশগ্রহণ করেন ।
‘নদী ভাঙবে আমার জমি আমার থাকবে, জমি কেন খাস হবে’ এ শ্লোগানে কর্মসূচি চলাকালে মানববন্ধকারীরা বলেন, জমি নদীর গর্ভে বিলীন হলে সে জমির মালিকানা থাকে না। যার ফলে নদীর গর্ভে বিলীন হওয়া জমির খাজনা-খারিজ ও ক্রয় বিক্রয় বন্ধ হয়ে যায়। তাই পি,ও-১৩৫/৭২ আইন বাতিল করে ১৯৫০ সালের প্রজাস্বত্ব আইনের ৮৬ ধারা চালু ও বাস্তবায়নের দাবিতে ওই কর্মসূচি পালন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন, ‘নদী ভাঙলে জমি খাস’ আইন বাতিল সংগ্রাম কমিটির আহ্বায়ক আব্দুল কাদের, কবি আলাতফ হোসেন মাস্টার, ভুক্তভুগী জাহিদ হোসেন, ফারুক মাষ্টার, গাজী আব্দুর রহমান, গোলজার মাষ্টার, জহুরুল ইসলাম মিন্টু প্রমুখ।