
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় মহান বিজয় দিবস উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় অনুষ্ঠিত হয়েছে।
সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর সার্বিক তত্ত্বাবধানে এবং স্বেচ্ছায় রক্তদানে বকশীগঞ্জ (এসআরডিবি) এর আয়োজনে ১৬ ডিসেম্বর কামালের বার্ত্তী কেবি মডেল উচ্চ বিদ্যালয়ে রক্তের গ্রুপ নিণয় করা হয়।
সকাল ১০ টায় উক্ত গ্রুপ নির্ণয় কর্মসূচির উদ্বোধন করেন সাধুর পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু।
দিনব্যাপী ওই কর্মসূচিতে প্রায় ৫ শতাধিক বিভিন্ন পেশার মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।