
বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। ১৬ ডিসেম্বর সূর্য্য উদয়ের সাথে সাথে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে দেওয়ানগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, মডেল থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, ফায়ার সার্ভিস, দেওয়ানগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক ও সরকারি বেসরকারি সংগঠন।
পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম আব্দুল্লাহ বিন রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন।
কৃষি কর্মকর্তা দিলরুবা ইয়াসমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইস্তিয়াক হোসেন দিদার, সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেওয়ান ইমরান, মডেল থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর, জেলা পরিষদের সদস্য আসলাম হোসেন, স্থানীয় এমপির ব্যক্তিগত পিএস মুস্তাদির বিল্লাহ সিপন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউর রহমান, খোরশেদ আলম, খন্দকার মাহাবুবুর রশিদ, রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা হাসমত আলী।

আলোচনা শেষে বিজয় দিবস উপলক্ষে চিত্রাঙ্গন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- স্বাস্থ্য কর্মকর্তা আহসান হাবিব, উপজেলা প্রকৌশলী শাহেদ হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী রাকিবুল হাসান, দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি নয়া দিগন্ত প্রতিনিধি খাদেমুল ইসলাম, সাধারণ সম্পাদক যুগান্তর প্রতিনিধি মদন মোহন ঘোষ, সাংগঠনিক সম্পাদক ভোরের কাগজ প্রতিনিধি বিল্লাল হোসেন মন্ডল, সাহিত্য বিষয়ক সম্পাদক কালের কন্ঠ প্রতিনিধি তারেক মাহমুদ।
অপরদিকে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইস্তিয়াক হোসেন দিদারের সভাপতিত্বে নূরে আলম সিদ্দিকী জুয়েলের সঞ্চালনায় বক্তব্য রাখেন- জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুল করিম আকন্দ, আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্মসাধারণ সম্পাদক সৈয়দ আহম্মেদ সাবু, আসলাম হোসেন, ফারিন হোসেন দিদার, মহিলা আওয়ামী লীগের সভাপতি নাজনীন আক্তার, সাধারণ সম্পাদক রাশেদা আফরোজ রীতু, যুবলীগের যুগ্মআহ্বায়ক মামুনুর রশিদ মামুন, ছাত্রলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান মাফুজ, পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নূরুজ্জামান হোসেন বিজলী প্রমুখ।