
নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম
জামালপুরে বীর মুক্তিযোদ্ধা, কিংববদন্তী চলচ্চিত্রকার, গীতিকার, কবি, সাহিত্যিক, নাট্যকার ও অভিনেতা আমজাদ হোসেন স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ ডিসেম্বর সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আমজাদ হোসেন চর্চা কেন্দ্রের আয়োজনে সমাজসেবক ফরহাদ হোসেন মানুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক জাহিদ হোসেন রবি।
এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাজ্জাদ হোসেন দোদুল, মো. কামাল হোসেন মৃদুল, সাযযাদ আনসারী, আইনজীবী ইউসুফ আলী, তারিকুল ফেরদৌস প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, আমজাদ হোসেন ছিলেন দেশবরেণ্য চলচিত্র নির্মাতা। তার ছিল দেশের মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা। মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে আমজাদ হোসেনের অনেক চলচ্চিত্র, উপন্যাস ও নাটক রয়েছে। তিনি তার সৃষ্টিতে সববসময় শোষিতের পক্ষে জয়গান গেয়েছেন, তাদের দুঃখ-দুর্দশা ও আর্তনাদের কথা তুলে ধরেছেন।