ফোর্বসের ১০০ প্রভাবশালী তারকার তালিকায় বলিউড নায়ক-নায়িকাদের জয়জয়কার
বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ এশিয়া-প্যাসিফিক অঞ্চলে সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে প্রভাবশালী তারকাদের তালিকায় বলিউড নায়ক-নায়িকাদের জয়জয়কার।
এ তালিকায় রয়েছেন– অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, আনুশকা শর্মা, আলিয়া ভাট, রণবীর সিং, শ্রেয়া ঘোষাল, ক্যাটরিনা কাইফ, জ্যাকুলিন ফার্নান্দেজ, হৃতিক রোশন, শহীদ কাপুর, মাধুরী দীক্ষিত, নেহা কক্কর। এ রকম আরও অসংখ্য নাম স্থান করে নিয়েছে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে প্রভাবশালী তারকাদের তালিকায়।
তারাই সামাজিক যোগাযোগমাধ্যমে এ অঞ্চলের আইকন। তালিকাটি প্রকাশ করেছে গ্লোবাল মিডিয়া কোম্পানি ‘ফোর্বস’।
এক নজরে সেরা তিন প্রভাবশালী তারকা
১. অমিতাভ বচ্চন—১০ কোটি ৫০ লাখ ফলোয়ার। বলিউডের প্রভাবশালী তারকাদের মধ্যে প্রথম অবস্থানে।
২. অক্ষয় কুমার—১৩ কোটি ১০ লাখ ফলোয়ার। সবচেয়ে বেশি পারিশ্রমিক গোনা তারকা।
৩. শাহরুখ খান—১০ কোটি ৬০ লাখ ফলোয়ার। নারী ও শিশু অধিকার নিয়ে কাজ করে আন্তর্জাতিকভাবে প্রশংসিত।
তিন তারকাই করোনার বিরুদ্ধে লড়াইয়ে সরকারি তহবিলে ও ব্যক্তিগতভাবে অবদান রেখেছেন।
তালিকার একদম শুরুর দিকে রয়েছেন অক্ষয় কুমার আর অমিতাভ বচ্চন। ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম মিলিয়ে অক্ষয় কুমারের অনলাইন ভক্তসংখ্যা ছাড়িয়ে গেছে ১৩ কোটি ১০ লাখ। অন্যদিকে ৭৮ বছর বয়সী অমিতাভকে ফলো করে ১০ কোটি ৫০ লাখ অ্যাকাউন্ট।
শাহরুখ খানেরও সামাজিক যোগাযোগমাধ্যমে ১০ কোটি ৬০ লাখ ভক্ত। বলিউডের এই শাহেনশাহ সম্পর্কে বলা হয়েছে, ‘বড় পর্দায় তার অবদান সিনেমাকে জনপ্রিয় করেছে, বলিউডকে এগিয়ে নিয়েছে। সিনেমা ব্যবসায় ও বক্স অফিসে শাহরুখের অবদানের জন্য তাকে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সম্মানিত করেছে।
অন্যদিকে আনুশকা শর্মাকে কেবল অভিনেত্রী হিসেবে নয়, পরিচিত করা হয়েছে প্রযোজক হিসেবেও।
এ তালিকায় স্থান পাওয়া একমাত্র বাংলাদেশি তারকা পরীমনি। তিনজন পাকিস্তানি তারকাও আছেন ‘ডিজিটাল স্টারে’র তালিকায়। মাহিরা খান, আইমান খান ও আতিফ আসলাম।
আন্তর্জাতিক তারকাদের মধ্যে রয়েছেন দক্ষিণ কোরিয়ান ব্যান্ড ‘ব্ল্যাকপিঙ্ক’, ‘বিটিএস’, অস্ট্রেলীয় অভিনেতা হিউ জ্যাকম্যানসহ আরও অনেকে।
- বকশীগঞ্জে নিজস্ব অর্থে ১১৫ ফুট কাঠের সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান!
- বকশীগঞ্জে ভণ্ড কবিরাজকে দশ দিনের বিনাশ্রম কারাদণ্ড
- মানুষকে সঠিক ইতিহাস জানাতে আরো বেশি মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র নির্মাণের আহ্বান প্রধানমন্ত্রীর
- জো বাইডেনের শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে সহিংসতার শঙ্কায় যুক্তরাষ্ট্রজুড়ে সতর্কতা জারি
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করলেন প্রধানমন্ত্রী
- নেতৃত্বের দুর্বলতা বিএনপিকে ভোটের রাজনীতি থেকে দূরে সরিয়ে দিচ্ছে : সেতুমন্ত্রী
- ধর্ম প্রতিমন্ত্রীকে সংবর্ধনা দিল ঢাকাস্থ ইসলামপুর উপজেলা সমিতি
- ইন্দোনেশিয়ায় ভূমিকম্প : মৃতের সংখ্যা বেড়ে ৫৬
- মেলান্দহে শীতার্তদের কম্বল দিলেন কেন্দ্রীয় যুবলীগ নেতা ব্যারিস্টার সাইফুল্লাহ
- জামালপুর শহর বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত
- সরিষাবাড়ীতে নৌকায় ভোট চাইলেন তেজগাঁ আওয়ামী লীগের সভাপতি
- ওয়ানডে দল ঘোষণা
- ২৪ ঘন্টায় দেশে করোনায় ২১ জনের মৃত্যু
- ভারতে করোনাভাইরাস মোকাবেলায় টিকাদান কর্মসূচির উদ্বোধন
- বকশীগঞ্জে এক রাতে দুই স্কুল ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ!