বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবিতে যুব মহিলা লীগের মানববন্ধন

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম
জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরুদ্ধে ধৃষ্টতাপূর্ণ উক্তিকারীদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জামালপুর জেলা যুব মহিলী লীগ। ৩ ডিসেম্বর সকালে শহরের বকুলতলা মোড়ে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ বলেন, স্বাধীনতাবিরোধীরাই আবার বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। ভাস্কর্য আর মূর্তি এক নয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে কোনো ষড়যন্ত্রই মেনে নেয়া হবে না। যারা ধর্মের নামে নতুন নতুন ফতুয়া তৈরি করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে চায় তাদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধুর সম্মান ও মর্যাদা সমুন্নত রাখতে প্রয়োজনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা বুকের রক্ত দিয়ে হলেও স্বাধীনতাবিরোধী মৌলবাদীদের উৎখাতে দুর্বার আন্দোলন গড়ে তুলবো।
জেলা যুব মহিলা লীগের সভাপতি ফারহানা সোমার সভাপতিত্বে মানববন্ধনের আলোচনায় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু ও সদস্য শাহরিয়ার উজ্জল, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আঞ্জুমনোয়ারা বেগম হেনা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ তানভীর আহাম্মেদ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহমেদ, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক নাজনিন আক্তার রুমি, পৌর যুব মহিলা লীগের সভাপতি সায়মা হামজা সিমি প্রমুখ বক্তব্য রাখেন।
জেলা ও পৌর যুব মহিলা লীগসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ মানববন্ধনে অংশ নেন।
- ট্রিপল মার্ডার, সরিষাবাড়ী : একজনের ফাঁসির আদেশ, খালাস ১২
- চট্টগ্রাম সিটি নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে : ওবায়দুল কাদের
- জামালপুরে র্যাবের ভ্রাম্যমাণ আদালতে ৫ মাদকসক্তকে সাজা
- দেশে ২৪ ঘন্টায় করোনায় ১৭ জনের মৃত্যু
- প্রতিবন্ধী অন্তর্ভুক্তির কর্মশালা অনুষ্ঠিত
- ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ
- অবকাঠামো উন্নয়নে পাল্টে গেছে ইসলামপুরের গ্রামীণ চিত্র
- দেশে কোভিড-১৯ এর টিকাদান কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর
- বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ১০ কোটি ছাড়িয়েছে
- আফগানিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ৩
- পুতিনকে ফোন, নাভালনির মুক্তি দাবি বাইডেনের
- দেশে প্রথম টিকা নিলেন যারা
- বকশীগঞ্জে প্রধান শিক্ষকের যোগসাজশে বিদ্যালয়ের গাছ কেটে নেওয়ার অভিযোগ!
- বকশীগঞ্জে শীতার্তদের মাঝে ইউএনও’র কম্বল বিতরণ
- সিনেটে ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব প্রেরণ