
নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম
‘সারা বিশ্বের ঐক্য, এইডস প্রতিরোধে সবাই নিব দায়িত্ব’ এই প্রতিপাদ্যের আলোকে ১ ডিসেম্বর জামালপুরে স্বাস্থ্যবিধি মেনে পালিত হয়েছে স্ট্যান্ডিং র্যালি, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা। সকাল ১০টায় সিভিল সার্জন কার্যালয়ের বীর মুক্তিযোদ্ধা ডাঃ নজরুল ইসলাম সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন চিকিৎসক প্রণয় কান্তি দাস। এতে অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন পরিবার পরিকল্পনার সহকারি পরিচালক হুমায়ুন কবীর তালুকদার, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক লুৎফর রহমান, জ্যেষ্ঠ স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা খন্দকার বদরুল আলম, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান, উন্নয়ন সংঘের জেলা ব্যবস্থাপক লিটন সরকার প্রমুখ।

অপরদিকে বেলা তিনটায় জামালপুর যৌনপল্লীতে অনুষ্ঠিত স্যান্ডিং র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পায়াক্ট বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন ডিআইসি ম্যানেজার খোন্দকার রেজাউল করিম, শিক্ষক জিয়াউর রহমান আকন্দ, মোঃ রেজাউল করিম, পুলিশ কর্মকর্তা এম সানাদুল করিম। সভায় সভাপতিত্ব করেন সূর্যর হাসি সমাজ কল্যাণ সংগঠনের সভাপতি রেখা বেগম।
আলোচনা সভা শেষে এইডস দিবস উপলক্ষে চিত্রঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।