নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম
জামালপুর রেলস্টেশন এলাকায় ট্রেনের ৬টি টিকিটসহ কালোবাজারি মো. কালা চানকে (৬২) আটক করে ৫ দিনের কারাদণ্ড দিয়েছেন র্যাব-১৪ এর ভ্রাম্যমাণ আদালত। ২৮ নভেম্বর দুপুরে এ অভিযান চালানো হয়।
কালা চান জামালপুর শহরের বজ্রাপুর (ফকিরবাড়ী) এলাকার মৃত আবু তাহেরের ছেলে।
র্যাবের জামালপুর ক্যাম্পের এক সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, র্যাবের জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার নেতৃত্বে ২৮ নভেম্বর দুপুর পৌনে একটার দিকে জামালপুর রেলস্টেশন এলাকা থেকে ৬টি টিকিটসহ কালোবাজারি মো. কালা চানকে আটক করে র্যাব। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম মো. আরিফুর রহমান তাকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
সংবাদবিজ্ঞপ্তিতে আরো জানানো হয় ট্রেনের টিকেট কালোবাজারিদের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।