মেলান্দহ প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের মেলান্দহ উপজেলায় জাতীয় পার্টিতে যোগদান ও মতবিনিময় সভা ২৭ নভেম্বর বিকেল ৫টায় দুরমুঠ ইউনিয়নের হামলা গ্রামে অনুষ্ঠিত হয়। জাতীয় মৎস্যজীবি পার্টির সভাপতি আজহার ইসলাম সরকার এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
মেলান্দহ জাতীয় পার্টির সদস্য সচিব ফজলুল হক ফজলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- জাতীয় মৎস্যজীবী পার্টির সাধারণ সম্পাদক মীর শামসুল আলম লিপটন, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান বিপু, সাবেক জামালপুর জেলা ছাত্র সমাজের সভাপতি মিজানুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে মাদারগঞ্জের আমির হোসেনের নেতৃত্বে আওয়ামী লীগ ও বিএনপি’র অর্ধশতাধিক নেতা-কর্মী জাতীয় পার্টিতে যোগদান করেন।