বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
যেসব বীরমুক্তিযোদ্ধাদের হাত ধরে এদেশ স্বাধীন হয়েছিল। সেসব বীরমুক্তিযোদ্ধাদের পবিত্র হাতের ছাপে আঁকা হলো বাংলাদেশ।
২০২০ সালের মহান বিজয় দিবসকে স্মরণীয় করে রাখতে বীরমুক্তিযোদ্ধাদের হাতের ছাপে আঁকা হয় বাংলাদেশের মানচিত্র। এই মানচিত্র অঙ্কনের আয়োজন করে বকশীগঞ্জ উপজেলা প্রশাসন।
২৫ নভেম্বর বিকালে উপজেল পরিষদ প্রাঙ্গণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বীরমুক্তিযোদ্ধারা সাদা কাগজে বিভিন্ন রঙ মিশিয়ে সেখানে তাদের হাতের ছাপ নেওয়া হয়।
মানচিত্র অঙ্কনের সময় মুক্তিযোদ্ধারা আবেগে আপ্লুত হয়ে পড়েন। এ সময় তারা ইউএনও মুন মুন জাহান লিজার এমন ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করেন।
মানচিত্র অঙ্কনের সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, ইউএনও মুন মুন জাহান লিজা, সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস, বীরপ্রতীক জহুরুল হক মুন্সী, বীর প্রতীক নূর ইসলাম, বীরমুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আফসার আলী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নূরুল আমিন ফুরকান, ধানুয়া কামালপুর ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল, মেরুরচর ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম জেহাদসহ মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।