বকশীগঞ্জে করোনা মোকাবেলায় ফের মাঠে উপজেলা প্রশাসন
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় করোনভাইরাসের সংক্রমণ রোধে ফের মাঠে নেমেছেন উপজেলা প্রশাসন। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সতর্কাবস্থায় রয়েছে তারা। ইতিমধ্যে ‘নো মাস্ক, নো সার্ভিস’ নীতি অবলম্বন করাসহ সামাজিক দূরত্ব নিশ্চিত করা ও মাস্ক ব্যবহার নিশ্চিত করতে দফায় দফায় অভিযান পরিচালনা করছে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। কোথাও কোথাও প্রশাসনের পক্ষ থেকে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হচ্ছে।
জানা গেছে, শীতকালে করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে সারাদেশে নতুন করে দুুঃশ্চিন্তা দেখা দিয়েছে। সচেতন মানুষের মধ্যে উদ্বেগ-উৎকন্ঠা বেড়ে গেছে। সারাদেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর হারও বেড়ে গেছে। তাই মানুষের মধ্যে করোনা সচেতনতা বৃদ্ধি, মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন উপজেলা প্রশাসন।
গত এক সপ্তাহ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা ও সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস দফায় দফায় অভিযান পরিচালনা করছেন।
বিশেষ করে পৌর শহরে মানুষের সমাগম বৃদ্ধি পাওয়ায় প্রতিদিনই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন তারা। করা হচ্ছে আর্থিক জরিমানা। শুধু জরিমানায় নয় অসচেতন মানুষকে সচেতন করতে দেওয়া হচ্ছে বিভিন্ন পরামর্শ।
অপরদিকে উপজেলা পরিষদ চত্বরে সামাজিক দূরত্ব নিশ্চিত করা ও সরকারি সেবাগ্রহণকারীদের মাস্ক ব্যবহার নিশ্চিত করার জন্য ‘নো মাস্ক, নো সার্ভিস’ নীতি চালু করেছেন ইউএনও মুন মুন জাহান লিজা।
এ বিষয়ে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা জানান, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় উপজেলা প্রশাসন মাঠে তৎপর রয়েছে। মানুষকে সচেতন করতে বিনামূল্যে মাস্ক বিতরণসহ অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি বিনা প্রয়োজনে ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ প্রদান করেন।
করোনা সংক্রমণ রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ইউএনও মুন মুন জাহান লিজা।
- প্রধানমন্ত্রী করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন ২৭ জানুয়ারি
- ভারতের প্রজাতন্ত্র দিবস প্যারেডে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অংশগ্রহণ
- ইসলামপুরে বন্যা পূর্বাভাস অনুধাবন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- তিতপল্লায় চলন্ত ট্রাকচাপায় বৃদ্ধ ঘটক নিহত
- ভ্যাকসিন নিয়ে বিভ্রান্তি না ছড়াতে বিএনপি’র প্রতি আহ্বান সেতুমন্ত্রীর
- রাষ্ট্রপতির ভাষণ সরকারের গত এক যুগে সূচিত উন্নয়ন অগ্রগতির বাস্তব চিত্র : তথ্য প্রতিমন্ত্রী
- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১০ জন
- মাদারগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ছাগল, হাঁস ও ভেড়া বিতরণ কাজ উদ্বোধন
- জামালপুর জেলা বিএনপির সভাপতি-সম্পাদকের কুশপুত্তলিকা দাহ, ঝাড়ু মিছিল
- জলবায়ুর ক্ষতি পুষিয়ে নিতে বৈশ্বিক উদ্যোগ গ্রহণে ব্যর্থতার জন্য অর্থ ও রাজনৈতিক সদিচ্ছার অভাবই দায়ী : প্রধানমন্ত্রী
- ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ
- বিভ্রান্তি ছড়িয়ে জনগণের সাথে প্রতারণা করছে বিএনপি : তথ্যমন্ত্রী
- সংক্ষিপ্ত সিলেবাসে হবে এসএসসি ও এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী
- দেশে ২৪ ঘন্টায় করোনায় ১৮ জনের মৃত্যু
- করোনার দুর্যোগ মোকাবিলায় খাদ্য সহায়তা পেল জামালপুরের ৮০ জন হিজড়া