মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের ৭৫ নম্বর দড়িহামিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন করা হয়েছে। ২১ নভেম্বর দুপুরে উদ্বোধনী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বিদ্যালয় পরিচালনা কমিটি।
দড়িহামিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এমএসসি সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে ও রানাগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন শাহীনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও নবনির্মিত ভবনের উদ্বোধন করেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রানাগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান বেলাল, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক হজরত আলী রিপন প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে সদর উপজেলা যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, সদর উপজেলা যুবলীগের সহসভাপতি লুৎফুল কবির বাবু, যুগ্মসাধারণ সম্পাদক হাসানুজ্জামান জিল্লু, ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা অনোয়ার হোসেন আঙ্গুর, ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, নান্দিনা সাংগঠনিক থানা ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা শ্যামল প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে জামালপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাহিদা ইয়াসমিন, এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী মো. মোশাররফ হোসেন, দড়িহামিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামিউল ফারুক, সহকারী শিক্ষক মুহাম্মদ সুজায়াত আলী, রাহিমা খাতুন, মোহাম্মদ আবু-বকর সিদ্দিক, খাদিজা খাতুন, নুশরাত জাহান নিশাদ, ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আব্দুল্লাহ আল মামুন, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি শামসুন্নাহার রুমা, সাধারণ সম্পাদক কামরুন্নাহার কাজল, রানাগাছা ইউনিয়ন যুবলীগের সভাপতি রবিন আলী, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ছোটনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-অভিভাবকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে প্রধান অতিথি সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ নবনির্মিত দ্বিতল ভবন ফিতা কেটে ও বেলুন উড়িয়ে উদ্বোধন করেন। পরে সকলের মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর অর্থায়নে জামালপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি ভবনটির বাস্তবায়ন করেন। ঠিকাদারী প্রতিষ্ঠান মাদারগঞ্জের মেসার্স রৌশন এন্টারপ্রাইজ ৮৫ লাখ টাকা ব্যয়ে ১ বছর আগে ভবনটি নির্মাণ কাজ সম্পন্ন করেন।