বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের বকশীগঞ্জ পৌর এলাকায় প্রতিষ্ঠিত মালিরচর মৌলভীপাড়া দুঃস্থ, প্রতিবন্ধী কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে দর্জির ওপর প্রশিক্ষণপ্রাপ্ত ৫ জনের মাঝে ১৬ নভেম্বর বিকালে সনদপত্র বিতরণ করা হয়েছে।
প্রশিক্ষণ কেন্দ্রটির মাঠে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, ইউএনও মুন মুন জাহান লিজা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমীন স্মৃতি, প্রশিক্ষণ কেন্দ্রটির প্রধান শিক্ষক লাল মনি আক্তার, প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক খাইরুল ইসলাম, ব্যবস্থাপনা কমিটির সভাপতি শামসুর রহমানসহ স্থানীয় অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
সনদপত্র বিতরণ শেষে অতিথিগণ প্রশিক্ষণ কেন্দ্রটি পরিদর্শন করেন এবং শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সাথে মতবিনিময় করেন।