নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম
জামালপুর সদর উপজেলার মাছিমপুর এলাকায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএল নিয়ে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে ৫ জনকে আটক করে প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। ৮ নভেম্বর রাতে এ অভিযান চালানো হয়।
আটকরা হলেন মাছিমপুর এলাকার মো. গোলাম মোস্তফার ছেলে মো. রিপন মিয়া (২৪), মো. আজিজুল হকের ছেলে মো. বাবু (২৮), মো. খলিলুর রহমানের ছেলে মো. বিনিময় (২৫), মৃত সোহরাব উদ্দিনের ছেলে মো. নিরব (১৮) ও মো. গোলাম মোস্তাফার ছেলে রিপাত (১৬)।
র্যাব-১৪ এর সিপিসি-১, জামালপুর ক্যাম্পের সংবাদ বিজ্ঞপ্তিতে ৯ নভেম্বর জানানো হয়, র্যাবের জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার নেতৃত্বে ৮ নভেম্বর রাত সোয়া নয়টার দিকে মাছিমপুর এলাকায় অভিযান চালিয়ে ৫ জনকে আটক করে র্যাব। পরে তাদের প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানা করে জুয়া খেলা থেকে বিরত থাকার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম এম. আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ।