বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত কমলা হ্যারিস ৭ নভেম্বর এক ঘোষণায় বলেছেন, তার বিজয় নারীর জন্যে কেবল সূচনা মাত্র।
ডেলওয়ারে এক বিজয়র্যা লীতে হ্যারিস আরো বলেন, আমি প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হতে পারি, কিন্তু আমিই শেষ নই।
তিনি বলেন, আজ রাতে প্রতিটি কন্যা শিশু দেখছে, এটি একটি সম্ভাবনার দেশ।