সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম
জাল টাকার মামলার দন্ডপ্রাপ্ত আসামি অবিজলকে ১৫ বছর পর পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। ৫ নভেম্বর সন্ধ্যায় শেরপুরের ঝিনাইগাতী থানার ওসি (তদন্ত) সরোয়ার হোসেন দন্ডপ্রাপ্তকে জামালপুর জেলার বকশীগঞ্জ থেকে গ্রেপ্তার করেন। অন্যদিকে ৬ নভেম্বর গ্রেপ্তার আসামিকে জেলা কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন ওসি ফায়েজুর রহমান।
অবিজল উপজেলার কাংশা ইউনিয়নের আয়নাপুর গ্রামের ফিকির আলীর ছেলে।
পুলিশ জানায়, জাল টাকার মামলায় ২০০৫ সালে আদালত অবিজলকে দোষী সাব্যস্থ করে পাঁচ বছরের সাজা দেয়। এরপর থেকে সে পলাতক ছিল। অনেক খোঁজ খবর করেও পুলিশ তার সন্ধান পায়নি। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে ৫ নভেম্বর পুলিশ তাকে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা থেকে গ্রেপ্তার করে।