লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর থেকে
বাংলারচিঠিডটকম
জামালপুরের ইসলামপুর শহর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৫ নভেম্বর বিকালে ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
পৌর আওয়ামী লীগের সভাপতি নূর ইসলাম নূরের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ।
শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অংকন কর্মকারের সঞ্চালনায় স্থানীয় সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হোসনে আরা, জেলা আওয়ামী লীগের সহসভাপতি জিএস মিজান, আতিকুর রহমান ছানা, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চাঁন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীভী আব্দুস সালাম প্রমুখ বক্তব্য রাখেন।
এতে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ এতে অংশ নেন।
এ সময় আগামী তিন বছরের জন্য অংকন কর্মকারকে সভাপতি ও প্রভাষক খলিলুর রহমান খলিলকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।