বিনোদন প্রতিবেদক
বাংলারচিঠিডটকম
জনপ্রিয় ইউটিউব চ্যানেল গানবাড়ি থেকে ৫ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে ‘আমি তোমার বৃষ্টি’ শিরোনামে গানটি। গানটির কথা লিখেছেন গীতিকার মনোয়ার হোসেন মুরাদ। সুর ও সঙ্গীত আয়োজনসহ গানটিতে কণ্ঠ দিয়েছেন এম. আর. মুন্না।
সম্প্রতি দোহা ভিজুয়াল স্টুডিওর পরিচালক এন. এইচ. বাবু ঢালী স্টুডিও ভার্সনে মিউজিক ভিডিওর কাজ সম্পন্ন করেন। ৫ নভেম্বর বিকাল ৫টায় গানবাড়ির নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে রিলিজ হতে যাচ্ছে মিউজিক ভিডিওটি।
গানটির বিষয়ে গীতিকার, সুরকার ও সঙ্গীতশিল্পী ও সংশ্লিষ্ট সকলেই গানটির শ্রোতাপ্রিয়তা আশা করছেন। ইতিপূর্বেও গানবাড়ি থেকে পরীক্ষামূলকভাবে বেশ কয়েকটি গান পরিবেশিত হবার পর ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে বলে তারা দাবি করেন।