আলী আকবর, নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম
বাংলাদেশ আওয়ামী যুবলীগ জামালপুর জেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ অক্টোবর বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বর্ধিত সভার আয়োজন করে জেলা যুবলীগ।
জামালপুর জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারহান আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু, জেলা যুবলীগের সহ-সভাপতি মো. মাহবুবুর রহমান সজীব, মো. বাবুল আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক আইনজীবী রাশেদুল ইসলাম খোকন, মামুনুর রশীদ পিপলু, সাংগঠনিক সম্পাদক রাশেদুল হক শোভন, মাহমুদুর হাসান মাসুম, সদস্য নজরুল ইসলাম, আমিনুল ইসলাম মিঠু, শফিকুল ইসলাম ও মাদারগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।
প্রসঙ্গত, ১৯৭২ সালের ১১ নভেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে শহীদ শেখ ফজলুল হক মনির নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠিত হয়। প্রতি বছর এই দিনটি যুবলীগ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে বাৎসরিক উৎসব হিসেবে পালন করে। এ বছরও জামালপুর জেলা যুবলীগ দিনটিকে আরও নতুন আঙ্গীকে পালন করার সিদ্ধান্ত নিয়েছে।