লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর থেকে
বাংলারচিঠিডটকম
‘মুজিববর্ষের আহ্বান, যুব কর্মসংস্থান’ এই স্লোগানকে সামনে রেখে জামালপুরের ইসলামপুর উপজেলায় বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত হয়েছে। ১ নভেম্বর নানা কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
এ উপলক্ষ্যে ইসলামপুর উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী এস এম জামাল আব্দুন নাছের বাবুল, ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে নিবন্ধন করা দু’টি যুব সংগঠন এবং ২৫ জন প্রশিক্ষিত যুবক-যুবতীকে সনদপত্র দেওয়া হয়।