বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের শিক্ষা কার্যক্রমের আওতায় বকশীগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের নিয়ে ৫ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ২০২০ এর উদ্বোধন ও প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৮ অক্টোবর বিকালে বকশীগঞ্জ সরকারি ভোকেশনাল ইনস্টিটিউট মিলনায়তনে উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বকশীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।
ইউএনও মুন মুন জাহান লিজার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল ইসলাম রিয়েল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সরোয়ার আলম, বকশীগঞ্জ সরকারি ভোকেশনাল ইনস্টিটিউট এর সুপার সোহরাব হোসেন, মেরুরচর ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম জেহাদ।
বিজ্ঞান অলিম্পিয়াড উপলক্ষে উপজেলার মাধ্যমিক পর্যায়ের ১৪ টি প্রতিষ্ঠানের ৭০ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৫ জন ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ২টি কলেজের ১০ জন শিক্ষার্থীর মধ্যে ৫ জন বিজয়ী হয়।