বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বকশীগঞ্জ উপজেলা যুবদল ও পৌর যুবদলের যৌথ আয়োজনে ২৭ অক্টোবর বিকালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা যুবদলের কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাত নেতা কর্মীদের উদ্দেশ্য টেলিকনফারেন্সের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান।
উপজেলা যুবদলের আহ্বায়ক বিপ্লব সওদাগরের সভাপতিত্বে আলোচনা সভায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুজ্জামান মতিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম প্রিন্স, বিএনপিনেতা রফিকুল ইসলাম কারী, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান লাভলু, পৌর যুবদলের আহ্বায়ক শাকিল তালুকদার, সদস্য সচিব তানজির আহমেদ সুজন, যুবদল নেতা আশিকুর রহমান তোলন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জোবাইদুল ইসলাম শামীম প্রমুখ।
প্রতিষ্ঠাবার্ষিকীতে উপজেলা যুবদল, পৌর যুবদল, বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।