বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। ২৬ অক্টোবর সন্ধ্যায় দেওয়ানগঞ্জ-সানন্দবাড়ী সড়কের হাতীভাঙ্গা ইউনিয়নের চকপাড়া হাক্কির মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
ওই ছাত্রীর নাম রুপালী আক্তার (১৮)। তিনি হাতীভাঙ্গা ইউনিয়নের চকপাড়া গ্রামের মৃত আব্দুল মজিদের মেয়ে এবং জামালপুর সরকারি জাহেদা শফির মহিলা কলেজের বাংলা সম্মান ২য় বর্ষের শিক্ষার্থী।
এলাকাবাসী জানান, ২৬ অক্টোবর সন্ধায় দেওয়ানগঞ্জ থেকে মালবাহী ঢাকা মেট্রো ট-২০-৯৪৭১ ট্রাকটি বেপরোয়া গতিতে সানন্দবাড়ীর দিকে যাচ্ছিল। এসময় চকপাড়া হাক্কির মোড় এলাকায় কলেজছাত্রী রুপালী আক্তার রাস্তা পার হচ্ছিলেন। তখন বেপরোয়া গতির ট্রাকের সামনের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম ২৭ অক্টোবর জানান, দুর্ঘটনার বিষয়ে কোন অভিযোগ পাইনি। উভয় পক্ষ বসে ঘটনাটি মীমাংসা করেছে বলে শুনেছি।
বাংলার চিঠি ডেস্ক : 


















