জামালপুরে অনুষ্ঠিত হলো লালন স্মরণোৎসব

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম
জামালপুরে লালন স্মরণোৎসব ১৪২৭ অনুষ্ঠিত হয়েছে। ১৬ অক্টোবর সন্ধ্যায় জামালপুর জেলা প্রেসক্লাব অঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জামালপুর লালন একাডেমির আয়োজনে লালন স্মরণোৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ। লালন সাঁইয়ের জীবন ও কর্ম নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো আবুল হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আইনজীবী এস এম জামাল আব্দুল নাসের বাবুল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ড. এ এইচ এম মাহবুবুর রহমান, কবি আলী জহির খালেক উজ জামান, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর লালন একাডেমির সভাপতি আইনজীবী ইউসুফ আলী ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এ কে এম আশরাফুজ্জামান স্বাধীন।
পরে জামালপুর লালন একাডেমির শিক্ষার্থী ও শিল্পীবৃন্দ লালন সংগীত পরিবেশন করেন।