বিএনপিনেতা রিজভীসহ কেন্দ্রীয় নেতাদের রোগমুক্তি কামনা জামালপুরে

বিএনপিনেতা রিজভীসহ কেন্দ্রীয় নেতাদের রোগমুক্তি কামনায় মোনাজাতে অংশ নেন নেতাকর্মীবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জ্যেষ্ঠ যুগ্মমহাসচিব আইনজীবী রুহুল কবির, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী আব্দুস সালাম আজাদ, শরীফুল আলম, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, যুগ্মসাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নসহ নেতৃবৃন্দের রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল করেছে জামালপুর জেলা বিএনপি।

১৭ অক্টোবর বিকেলে সর্দারপাড়া বিএনপির কার্যালয়ে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি আইনজীবী ফজলুল হকের সভাপতিত্বে দোয়া মাহফিল পূর্বক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

জেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. গোলাম রব্বানীর সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলী, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সফিউর রহমান সফি, জেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাজ্জাদ হোসেন পল্টন, সাংগঠনিক সম্পাদক লোকমান আহম্মেদ খান লোটন, শফিকুল ইসলাম খান সজিব, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাইন উদ্দিন বাবুল, জ্যেষ্ঠ যুগ্মসাধারণ সম্পাদক শাহ্ মো. আব্দুল্লাহ আল মাসুদ, জেলা শ্রমিকদলের সভাপতি শেখ মো. আব্দুস সোবহান ও সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বসাক এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মনোয়ার ইসলাম কর্ণেলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।