দেওয়ানগঞ্জে নারী ধর্ষণ-নির্যাতন প্রতিরোধে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

সমাবেশে বক্তব্য রাখেন ইউএনও সুলতানা রাজিয়া। ছবি : বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

‘নারী ধর্ষণ ও নির্যাতন বন্ধ করি, নারীবান্ধব দেশ গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের দেওয়ানগঞ্জ মডেল থানার আয়োজনে উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌর শহরসহ ৯টি স্থানে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১৭ অক্টোবর সকালে পৌর শহরের কামিল মাদরাসা মিলনায়তনে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়। দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া।

পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মনিবুর রহমানের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইস্তিয়াক হোসেন দিদার, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, পৌরসভার মেয়র শাহনেওয়াজ শাহানশাহ, জেলা পরিষদের সদস্য আসলাম হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেওয়ান ইমরান, পৌর আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ হারুন, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী জুয়েল, উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক কাউন্সিলর মামুনুর রশিদ মামুন, কাউন্সিলর সোলায়মান হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাউন্সিলর আক্কাস আলী, মহিলা আওয়ামী লীগের সভাপতি নাজনীন আক্তার, সাধারণ সম্পাদক রাশেদা আফরোজ রীতু, কাউন্সিলর সেলিনা বেগম, দেওয়ানগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি-দুপ্রক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মদন মোহন ঘোষ।

এছাড়াও সমাবেশে বিভিন্ন শ্রেণি ও পেশাজীবীরা উপস্থিত ছিলেন।

sarkar furniture Ad
Green House Ad