সরিষাবাড়ীতে মাদরাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন ইউপি চেয়ারম্যান সামস উদ্দিনসহ অন্যরা। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মাদরাসার বৃত্তিপ্রাপ্ত সেরা কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। ১৩ অক্টোবর দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়াবাজার তালিমুল কোরআন নূরানী ও হাফিজিয়া মাদরাসার মাঠে আয়োজিত অনুষ্ঠানে এ সংবর্ধনা দেওয়া হয়।

তালিমুল কোরআন নূরানী ও হাফিজিয়া মাদরাসার পরিচালক হাফেজ মো. আব্দুস ছাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- পোগলদিঘা ইউপি চেয়ারম্যান সামস উদ্দিন। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- মাদরাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা এ কে এম মোজাম্মেল হক তরফদার, ব্যবসায়ী ইকরামুল হক লালন, সরিষাবাড়ী প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য সাংবাদিক মোস্তাক আহমেদ মনির, মাদরাসার শিক্ষক আলম তালুকদার, আবু বক্কর সিদ্দিক, শহিদুল ইসলাম সুমন, এনামুল হক প্রমুখ।

sarkar furniture Ad
Green House Ad