জামালপুরে পুষ্টি সমন্বয় সভা

জামালপুরে পুষ্টি সমন্বয় সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

অপুষ্টি জনিত কারণে অকাল মৃত্যুরোধ, নানা ধরনের জটিল রোগ থেকে মুক্তি এবং করোনা সংক্রমন প্রতিরোধে পুষ্টিকর খাদ্য উৎপাদন, খাদ্য গ্রহণ নিশ্চিত করার লক্ষ্য সামনে রেখে জামালপুরে ১১ অক্টোবর পুষ্টি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোখলেছুর রহমান, সিভিল সার্জন চিকিৎসক প্রণয় কান্তি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা ইয়াছমিন, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, ওয়ার্ল্ড ভিশনের বিংগস প্রকল্পের পুষ্টি বিশেষজ্ঞ বজলুল কবীর, ইউনিসেফ এর জাকির হোসেন প্রমুখ।

ওয়ার্ল্ড ভিশন ও ইউনিসেফ এর সহায়তায় পুষ্টি সমন্বয় সভার আয়োজন করে জামালপুর জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। সভায় বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

sarkar furniture Ad
Green House Ad