গ্রাম পুলিশ বাহিনীকে সরকারি গ্রেড ও বেতন স্কেলের অন্তর্ভুক্তির বিষয়ে বকশীগঞ্জে আলোচনা সভা

গ্রাম পুলিশ বাহিনীকে সরকারি গ্রেডে ও বেতন স্কেলে অন্তর্ভুক্তকরণের লক্ষ্যে দায়েরকৃত আপিল মোকাবেলা সংক্রান্ত বিষয়ে আলোচনা সভা। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় গ্রাম পুলিশ বাহিনীকে সরকারি গ্রেডে ও বেতন স্কেলে অন্তর্ভুক্তকরণের লক্ষ্যে দায়েরকৃত আপিল মোকাবেলা সংক্রান্ত বিষয়ে আলোচনা সভা ও মতবিনিময় সভা ৮ অক্টোবর দুুপুরে অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী বকশীগঞ্জ শাখার উদ্যোগে বাট্টাজোড় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কমান্ডার এম এন লাল মিয়া।

গ্রাম পুলিশ বাহিনীর বকশীগঞ্জ শাখার সভাপতি ছানা মিয়ার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের জামালপুর জেলা শাখার সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক জমিল উদ্দিন, মোফাজ্জল হোসেন, বগারচর ইউনিয়ন গ্রাম পুলিশের দফাদার নজরুল ইসলাম, আরিফুল ইসলাম, শুকনাল, নবাব রবিদাস প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা তাদের দাবির লক্ষ্যে দায়েরকৃত রিট পিটিশন মামলার আপিল মোকাবেলা সংক্রান্ত বিষয় নিয়ে ও বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বকশীগঞ্জ উপজেলার সকল গ্রাম পুলিশদের নিয়ে মতবিনিময় করেন।

sarkar furniture Ad
Green House Ad