মাদারগঞ্জে র‌্যাবের অভিযানে ভিজিএফ চালসহ গ্রেপ্তার ১

অবৈধ মজুদদার মো. বুলবুল হোসেন ওরফে বুলু। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার শ্যামগঞ্জ কালিবাড়ী থেকে ভিজিএফ এর ৭ হাজার ২১০ কেজি চালসহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের আভিযানিক দল ৬ অক্টোবর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

জানা গেছে, ৬ অক্টোবর রাত নয়টার দিকে র‌্যাবের জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল জামালপুরের মাদারগঞ্জ উপজেলার শ্যামগঞ্জ কালিবাড়ী এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযানকালে আদারভিটা বাজারে স্থানীয় মো. বুলবুল হোসেন ওরফে বুলুর গুদাম ঘরের মধ্যে ভিজিএফ এর চাল কালোবাজারীর উদ্দেশ্যে অবৈধভাবে মজুদ/বিক্রয় করার অপরাধে অবৈধ মজুদদার মো. বুলবুল হোসেন ওরফে বুলুকে (৩৫) গ্রেপ্তার করা হয়। তিনি মাদারগঞ্জ উপজেলার নগর গ্রামের মো. আবুল হোসেন বেপোরীর ছেলে।

ওই গুদাম থেকে ভিজিএফ এর ৭ হাজার ২১০ কেজি (১১৭ বস্তা) চাল এবং একটি মোবাইল সেট উদ্ধার করা হয় ।

আসামির বিরুদ্ধে মাদারগঞ্জ থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

sarkar furniture Ad
Green House Ad